আটাব চট্টগ্রাম জোনের অবহিতকরণ সভা

93

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব)’র কেন্দ্রীয় সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেছেন, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) বিশ্বব্যাপী বিমান পরিবহনের টিকেটিং এ “নিউ জেনারেশন আই এস এস” নামে নতুন পদ্ধতি চালু করে ট্রভেল এজেন্টস গুলোকে ব্যাংক গ্যারান্টি ছাড়াই আইএটিএ’র সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছে। যেসব ট্রাভেল এজেন্সি বর্তমানে আইএটিএ’র এজেন্ট, তাদেরকে নুন্যতম ৩০ লক্ষ টাকা জামানত দিতে হয়েছে। যদি তাদের ৩০ লক্ষ টাকার গ্যারান্টি প্রয়োজন না হয় তাহলে তারা ইচ্ছা করলে এ গ্যারান্টির টাকা উত্তোলন করে তারাও বিনা গ্যারান্টিতে আইএটিএ’র এজেন্ট হতে পারবে। তিনি আটাব ও আইএটিএ’র যৌথ উদ্যোগে আইএটিএ “নিউ জেনারেশন আই এস এস” নামে নতুন এ পদ্ধতির বিষয়টি আটাব সদস্যদের অবগত করণের লক্ষে আয়োজিত আটাব চট্টগ্রাম জোনের ব্যবস্থাপনায় প্রেজেন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ বলেন, ২০১৭ সালের ডিসেম্বর সারা বিশ্বব্যাপী এয়ার টিকেটের সংস্থা গুলোর সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আন্তর্জাতিক পরিবহন সংস্থা আইএটিএ’র নিউ জেনারেশন আই এস এস নামে এসব নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহন করে। ইতি মধ্যে সিঙ্গাপুর সহ বিশ্বের কিছু দেশে এ পদ্ধতি চালু হয়েছে। বাংলাদেশেও আটাবের প্রচেষ্টায় এটি চালু হচ্ছে যা আটার ও আইএটিএ’র মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ আইএটিএ কাউন্সিল ( এপিজেসি) সভার মাধ্যমে এ নতুন পদ্ধতির প্রবর্তনের বিষয় অনুমদিত হয়। যা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন, আইএটিএ’র এ নতুন পদ্ধতিতে যেকোন একটি পদ্ধতিতে আটাব সদস্যগণ সহজেআইএটিএ’র এজেন্ট হতে পারবেন। তিনি আটাব ও আইএটিএ কে অত্যন্ত সহজতর এ পদ্ধতি বাংলাদেশ নিয়ে আসায় ধন্যবাদ জানান। আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফররে সভাপতিত্বে, সচিব এইচ এম মুজিবুল হক শুক্কুররে সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান নগরীর হোটেল দি-পেনিনসুলায় জিনিয়া হলে গত ২৩ অক্টোবর বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবের কেন্দ্রীয় সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব, মহাসচিব আবদুস সালাম আরেফ, ইভিপি আলহাজ্ব এমদাদ উল্লাহ্, সহ সভাপতি মোহাম্মদ আসলাম খান, হাবের সাবেক মহাসচিব ও লায়নের প্রাক্তন চেয়ারম্যান এম এ রশিদ শাহ স¤্রাট, আইএটিএ’র বাংলাদেশের বিজনেস ম্যানেজার পারভেজ এন ইব্রাহিম, সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয়ের গনসংযোগ কর্মকর্তা জাহেদ করিম, আটাবের অর্থ সচিব মোহাম্মদ আবদুল হামিদ, কার্লচারাল সেক্রেটারি এফ এম রফিকুল ইসলাম, আটাবের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম, মোহাম্মদ মুনসুর আলম পারভেজ আতিকুর রহমান, হাবের চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, আটাবে চট্টগ্রাম জেনের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ আবুল কাশেম, আটাবের ইসি সদস্য এস এন মুবিনুল হক, মোহাম্মদ এনামুল ইসলাম, আলহাজ্ব শরিয়ত উল্লাহ্ শহিদ, আলহাজ্ব ফরিদ আহাম্মদ, মোহাম্মদ ইদ্রিস মিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, হাবের সাবেক সভাপতি মোহাম্মদ আবু কাসেম, সাবেক সচিব আলহাজ্ব মোর্শেদুল আলম চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী প্রমূখ। “নিউ জেনারেশন আই এস এস” এর তিনটি বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইএটিএ এর সিঙ্গিাপুর গনসংযোগ কর্মকর্তা জহেদ করিম ও বাংলাদেশের বিজনেস রিলেশন ম্যানেজার পারভেজ এন ইব্রাহিম। বিজ্ঞপ্তি