আজ আবদুল লতিফ উকিলের মৃত্যুবার্ষিকী

62

উপমহাদেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক আবদুল লতিফ উকিলের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি নিখিল ভারত মুসলিম লীগ চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি, চট্টগ্রাম আইন কলেজ সাংগঠনিক কমিটির সভাপতি, হাটহাজারী হাই স্কুল, কাজেম আলী হাই স্কুল,গুলজার বেগম গার্লস হাই স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি, চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি আই আই কলেজ গভর্নিং বডির সদস্য, হযরত বায়েজিদ বোস্তামি (র.), গরিব উল্লাহ (র.) ও মিশকিন শাহ (র.) দরগাহ কমিটির সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষা বোর্ড ও ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, চট্টগ্রাম পৌরসভার কমিশনার ছিলেন। তাছাড়া ভারতীয় আইন সভার সাথে সম্পৃক্ত ছিলেন এবং অল ইন্ডিয়া বার কাউন্সিলের সদস্য ছিলেন। তৃণমূল পর্যায়ে তিনি হাটহাজারী ইউনিয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন।
আবদুল লতিফ উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারীর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশে অবস্থানরত মরহুমের স্বজনদের পুনর্মিলনীর উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে মরহুমের আত্মীয় স্বজনদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির