আক্রান্ত হলে ফিলিপিন্সকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : ব্লিনকেন

7

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্স আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র দেশটিকে রক্ষা করবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন। ফিলিপিন্স সফরের সময় শনিবার এক সংবাদ সম্মেলনে দুই দেশের ৭০ বছরের পুরাতন প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই চু্ক্িত ‘লৌহকঠিন’। ‘ফিলিপিন্সের সশস্ত্রবাহিনী, সরকারি জাহাজ এবং উড়োজাহাজ যদি সশস্ত্র আক্রমণের শিকার হয় ওই চুক্তির ‍অধিনে যুক্তরাষ্ট্র পারষ্পরিক যে প্রতিরক্ষা প্রতিশ্রæতি দিয়েছে সেটাকে আহ্বান জানানো হবে। ‘ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের অপরিবর্তনযোগ্য বন্ধু, অংশীদার এবং মিত্র।’ সম্প্রতি আবারও ফিলিপিন্সের ক্ষামতায় এসেছে সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের পরিবার। তিন দশক আগে গণবিক্ষোভের মাধ্যমে যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। গত মে মাসের নির্বাচনে জিতে এবার দেশটির প্রেসিডেন্ট হয়েছেন ফের্দিনান্দ মার্কোসের ছেলে ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। যিনি বংবং নামেই অধিক পরিচিত।