আওসাফ অয়েল মিল হোটেল ডিলাইটকে চসিকের জরিমানা

4

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে তেল উৎপাদন করার অপরাধে গতকাল বুধবার রাজাখালীস্থ মেসার্স আওসাফ অয়েল মিলকে ১ লক্ষ টাকা ও একই পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তÍত করার অপরাধে সদরঘাটস্থ হোটেল ডিলাইটকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে পরিচালিত আদালত কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধেও অভিযান চালান। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।