আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

5

স্পোর্টস ডেস্ক

দেশের আম্পায়ারিং ইতিহাসে অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুখবর জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত টেস্ট ম্যাচ পরিচালনার জন্যই করা হয় অভিজাত বা এলিট প্যানেল। এর বাইরে থেকেও টেস্টে আম্পায়ারিংয়ের সুযোগ দেওয়া হয় তবে বেশিরভাগ টেস্ট পরিচালনা করেন এই প্যানেলের সদস্যরাই। শীর্ষ আম্পায়ারদের এই ক্যাটাগরির দেড় যুগের পথচলায় সৈকতই প্রথম। ২০০৬ সাল থেকে সৈকত আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে ছিলেন। ২০১০ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে প্রথম আম্পারিংয়ের দায়িত্ব পান। ১৪ বছর পর পেলেন প্রমোশন। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দশটি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৪৪টি টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। স¤প্রতি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করে দারুণ দক্ষতা দেখান। তার আগে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৬টি ম্যাচ পরিচালনা করেন। নারী বিশ্বকাপে আম্পায়ার হিসেবও নিয়মিত মুখ বাংলাদেশের এই আম্পায়ার।