অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে যুক্তরাজ্যের সম্মতি

2

 

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাজ্যের ম্যাজিস্ট্রেট আদালত এক মাস আগেই এক রায়ে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আদালতের সেই আদেশ শুক্রবার সই করেছেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে পাঠানো তার জন্য নিপীড়নমূলক, অন্যায় বা তার মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসেনি।”