অস্ট্রেলিয়াও এমন ম্যাচে হারে!

22

১৬৩ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ১১ ওভারেই ৯৮ রান। আর ১৪ ওভার শেষে ১ উইকেটে ১২৪। এরপরও এমন ম্যাচে হারল অস্ট্রেলিয়ার মতো বিশ্বখ্যাত দল। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ রানে হেরে ১-০তে পিছিয়ে পড়ল অজিরা। শুক্রবার সাউদাম্পটনে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাব দিতে নেমে পুরো ওভার খেললেও ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি।
এদিন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওপেনিং জুটিতে ৯৮ তুলে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে ইংলিশ দলনেতা ইয়ন মরগানের চতুর নেতৃত্ব ও বোলারদের লড়াকু মানসিকতায় শেষ পর্যন্ত আর জয় পেল না দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৪৭ বলে ৪টি চারে ৫৮ রানের ইনিংস খেলেন। আর ৩২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৬ রান আসে ফিঞ্চের ব্যাট থেকে। টম কারেনের শেষ ওভারটি রোমাঞ্চ জাগায়। অজিদের জয়ের জন্য ১৫ রান দরকার হলে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে সম্ভাবনা জাগান। তবে প্রথম বলের মতো তৃতীয় বলটিতেও কোনো রান আসেনি। আর শেষ তিন বলের প্রতিটিতে ২ রান করে আসে। আজ ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।