অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটুক : আ জ ম নাছির

21

কালুরঘাট ব্রিজ সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান ৫ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। আশীর্বাদক ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন এসএন্ডডি মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান সমাজহিতৈষী দিলীপ কুমার মজুমদার। পরিষদের সহ-সভাপতি সমীরন দাশ ও টিটন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক টুটুল নাথ। বক্তব্য দেন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সঞ্জীব নাথ, বোয়ালখালী পৌরসভার মেয়র জহরুল ইসলাম জহুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পরিষদের উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর দেবনাথ, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, মহানগর যুবলীগ নেতা নঈম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মামুন, ৪নং ওয়ার্ড সচিব বাবলা দেওয়ানজী, মহানগর পূজা পরিষদের কার্যকরী সদস্য অমিত চৌধুরী, পরিষদের সহ-সভাপতি সঞ্জীব ভট্টাচার্য (বাবু)। উপস্থিত ছিলেন সমীরণ মল্লিক, পংকজ চৌধুরী, পিন্টু তালুকদার, যীশু চৌধুরী, মিশু চৌধুরী, সুমন দাশ, মিলন দাশ, পিন্টু চৌধুরী, রঞ্জন সেন, রূপন দাশ, আরিয়ন শীল প্রমুখ। শেষে টিম কল্পলোকের ‘মাতৃশক্তি জাগরণ’ নাটিকা প্রর্দশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, দুর্গাপূজার মূল শিক্ষা হচ্ছে- নিজের বোধ শক্তিকে উন্নত করে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা। এই পূজার মাধ্যমে আমরা নিজেদের সব অন্যায় কাজ থেকে দূরে থাকার শিক্ষাও পাই। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটুক-এটাই হোক সবার প্রত্যাশা। প্রধান বক্তার বক্তব্যে শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, চট্টগ্রামের অন্যতম তীর্থস্থান মেধস আশ্রমের করলডেঙ্গা পাহাড়ের পার্শ্ববর্তী অববাহিকায় কর্ণফুলী নদীর তীরের বিসর্জন অনুষ্ঠান সব মানুষের ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি