অর্থপাচার মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ

22

 

অর্থপাচারের একটি ‍মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে ডেকে পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত কর্মকর্তারা। ইডি দপ্তরে সোমবার রাহুলকে প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান কংগ্রেসের এক নেতা। ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা ইডি থেকে রাহুলকে সমন জারি করার প্রতিবাদে রাজধানী দিল্লির রাজপথে এদিন বিক্ষোভ করেন কংগ্রেস নেতাকর্মীরা। নয় বছর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন পার্লামেন্ট সদস্য রাহুল এবং তার মা কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করেন।
কোভিড সংক্রান্ত জটিলতায় অসুস্থ সোনিয়া বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৫ বছর বয়সী সোনিয়ার গত ২ জুন কোভিড শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।