অরেঞ্জ এলার্ট জারি রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন দিল্লি বিমানবন্দর

6

 

৪৬ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এমন অবস্থায় দিল্লিতে অরেঞ্জ এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফোরকোর্ট এবং অন্যান্য কিছু এলাকায় পানি জমে যায়। বিমানবন্দরের সামনে পানি জমায় অসুবিধায় পড়েন যাত্রীরা। দিল্লির রাস্তায় পানি জমে নদীর রূপ ধারণ করে। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, আংশিক জলমগ্ন বিমানবন্দরে দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান। ইন্ডিগো এবং স্পাইসজেট টুইটবার্তায় জানিয়েছে, বৃষ্টির জন্য বিমানের ওঠানামার সময় পরিবর্তিত হতে পারে। বিমান বন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জানায়, ‘আমরা দুঃখিত। আচমকা বৃষ্টিতে বিমান বন্দরে পানি জমে গিয়েছে। আমরা এই সমস্যা দ্রুত দূর করার চেষ্টা করছি।’ আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৌসুমে ১,১০০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে ২০০৩ সালে দিল্লিতে মোট ১,০৫০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ২০২১-এ এই বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা ১৯৭৫ সালের পর দিল্লিতে সর্বাধিক।