‘অবহেলিতদের পাশে দাঁড়ানো শিখিয়েছে নিষ্ঠা ফাউন্ডেশন’

13

 

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মানুষ মানুষের জন্য, শতসিদ্ধ এ কথাটি পর্যায়ক্রমে আমরা এখন ভুলেই গেছি। এখন আমরা অনেকটা নিজেই নিজের জন্য। কিন্তু করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। তদুপরি এই করোনাকালে নিষ্ঠা ফাউন্ডেশন গরীব ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোটা শিখিয়েছে। নিষ্ঠার স্বেচ্ছাসেবকরা জীবন বাজি রেখে রোগীদের সেবা ও দাফন-কাফনের কাজ করেছেন।
নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় অসুস্থদের অনুদানের চেক ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন ও চবি বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক শফিউল আলম। স্বাগত বক্তব্য দেন নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। সংগঠক মুহাম্মদ কফিল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান এম এ সবুর, সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আরিফ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি