‘অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন’

4

চন্দনাইশ প্রতিনিধি

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ৯নং বিটে এ সমাবেশে চেয়ারম্যান আহমদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক রতন বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীর, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টু, জহির উদ্দিন হিরু, উপ-পরিদর্শক উপন বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক ও বিট কর্মকর্তা মো. কামরুল হাসান, আনসার কমান্ডার আবু তৈয়ব প্রমুখ।
এসময় শফিকুল ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশিং সেবা সাধারণ জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব হলেও আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। যারা অপরাধ, দুর্নীতি, নারী ধর্ষন, নির্যাতন, মাদকের সাথে জড়িত, নানা অনিয়ম করে তারা হচ্ছে আপনার এলাকার, সমাজের কেউ না কেউ। তাদের সংবাদ গোপনে আমাদের জানান এবং আমরা যথার্থ ব্যবস্থা নিব।