অধ্যাপক পুলিন দে কল্যাণমুখী রাজনীতির সাহসী পুরুষ

241

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক পুলিন দে’র ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রয়াত নন্দিত জননেতা পুলিন দে ছিলেন আপাদমস্তক একজন জনকল্যাণমুখী রাজনীতিক। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হওয়া সত্তে¡ও সাধারণ নেতা-কর্মীদের কাছ থেকে কখনো দূরে থাকেননি, বরং আরো নিবিড় হয়েছিলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার পিতা জহুর আহমদ চৌধুরীর সাথে অধ্যাপক পুলিন দে’র ঘনিষ্ট সম্পর্ক ছিলো। দু’জনই নিলোর্ভ ও সাদা মনের মানুষ ছিলেন। তাদের বিত্ত ছিলো না, শুদ্ধ চিত্ত ছিলো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, এম এ রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, থানা আওয়ামী লীগের হারুনুর রশীদ, হাজী সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী শফিউল আলম, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবছার উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, প্রয়াত নেতা মানিক চৌধুরীর সন্তান দীপঙ্কল চৌধুরী কাজল। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল সরকার, উপদেষ্টা শফর আলী, শেখ মো: ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, ইঞ্জি: মানস রক্ষিত, দেবাশীষ গুহ বুলবুল, জোবাইরা নার্গিস খান, আবদুল আহাদ, শহীদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, মো: নুরুল আলম, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, জাকের আলম চৌধুরী, থানা আওয়ামী লীগের মো: ইছহাক, টিংকু বড়ুয়া, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী প্রমুখ। সভার শুরুতে বর্ষীয়ান জননেতা বিপ্লবী অধ্যাপক পুলিন দে এবং সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি