অক্টোবর নাগাদ ফাইজার ও বায়োএনটেক-এর করোনা টিকা!

27

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক-এর যৌথভাবে উৎপাদিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আশাবাদী এর উৎপাদকরা। তাই শিগগিরই এটি বাজারজাত করতে চান তারা। বাজারজাতকরণের অনুমতি দিতে আগামী অক্টোবরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে তারা। গত ৫ মে মানবদেহে তাদের উৎপাদিত এ টিকার পরীক্ষা চালানো শুরু হয়। ইতোমধ্যে তারা এ নিয়ে ব্যাপকভিত্তিক সমীক্ষা শুরু করেছে।
ফাইজার এবং বায়োএনটেক জানিয়েছে, নিজেদের উদ্ভাবিত টিকা মূল্যায়নের জন্য তারা বিশ্বজুড়ে সমীক্ষা চালাবে। এই সমীক্ষা সফল হলে আগামী অক্টোবরের গোড়ার দিকে নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চাওয়া হবে।