৪৫ টাকায় পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা

12

নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় ভোগ্যপণ্য পেঁয়াজের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির লাগাম টানার পাশাপাশি চলমান অস্থিরতায় সাশ্রয়ীমূল্যে সাধারণ নাগরিকদের হাতে পণ্যটি তুলে এবার মাঠে নামছে পুলিশ কর্মকর্তার স্ত্রীদের সমন্বয়ে পরিচালিত সংগঠন ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ বা পুনাক। প্রাথমিকভাবে আজ শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহের প্রতিদিন ৪৫ টাকা কেজি দরে নগরীর পাঁচটি থানা এলাকায় নির্ধারিত পয়েন্টগুলোর প্রতিটিতে এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে।
পুনাকের নগর শাখার সাধারণ সম্পাদক শিউলি ভৌমিক জানিয়েছেন, সংগঠনের সভানেত্রী মীর্জা মাহবুব মোস্তফার সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় সাধারণ নাগরিকদের কাছে সাশ্রয়ীমূল্যে পেঁয়াজ বিক্রির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও ও ইপিজেড থানার পুলিশের সহযোগিতায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রির কার্যক্রম চলবে। পুনাকের নিজস্ব তহবিল থেকেই আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে বিনালাভে তা জনসাধারণের কাছে বিক্রি করা হবে। এর আগে গত দুই মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামসহ সারাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়ার পর ওঠানামার মধ্যেই রয়েছে। খুচরা বাজারে সর্বোচ্চ দুইশ’ টাকা পর্যন্ত কেজি দরে ভোক্তাদের পেঁয়াজ কিনতে হয়েছে। এর মধ্যে কোনও কোনও আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পাশাপাশি সরকার নিজস্ব সংস্থা টিসিবির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আকাশ ও সমুদ্রপথে চাহিদার পর্যাপ্ত পেঁয়াজ আমদানি ও খোলা বাজারে তা ৪৫ টাকা কেজি দরে বিক্রির পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্গত, নগর ও জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার স্ত্রী পদাধিকার বলে পুনাকের শাখাগুলোর সভাপতি এবং নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-এর স্ত্রী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পুনাক প্রধানত পুলিশের সর্বস্তরের সদস্যের পরিবারের কল্যাণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করে থাকে।