১৯ জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ

55

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে বিজয় উদ্যাপনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জানুয়ারি বেলা আড়াইটায় এ মহাসমাবেশ হবে। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনে ২৫৭ টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ টি। বিপুল এই জয়ে টানা তৃতীয়বারের মত শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী সোমবার শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা। খবর বিডিনিউজের
নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর নেতাকর্মীদের আনন্দের আতিশয্যে ‘বাড়াবাড়ি’ না করার আহ্বান জানানো হয়েছিল দলের শীর্ষ পর্যায় থেকে। এবার মহাসমাবেশ করে সেই বিজয় উদ্যাপন করবে গত এক দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মহাসমাবেশকে সফল করতে সব সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।