১৪৮টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে রোটারী ডিস্ট্রিক্ট গ্রান্ট ম্যানেজম্যান্ট

49

কক্সবাজারে একটি আভিজাত হোটেলে সম্প্রতি রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গ্রান্ট ম্যানেজম্যান্ট সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রান্ডম্যানেজম্যান্ট সেমিনার ২০১৯-এর চেয়ারম্যান রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু পিএইচএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর দিল নাসিন মোহসিঁন। বিশেষ অতিথি ছিলেন ২০১৯-২০ বছরের জেলা গভর্নর এম আতাউর রহমান পীর। বক্তব্য রাখেন পিডিজি মোহাম্মদ আব্দুল আউয়াল, পিডিজি আব্দুল আহাদ, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ ডিস্ট্রিক ট্রেইনার ২০১৯-২০, পিডিজি শহিদ আহম্মদ চৌধুরী, আইপিডিজি প্রফেসর ডা. তৈয়ব চৌধুরী, ডিজিএন ডা. বেলাল উদ্দিন আহম্মদ, ডিজিএনডি আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক সেক্রেটারি ইলেক্ট নিরেশ দাশ। জেলার ১৪৮ টি ক্লাবের প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। সভায় জেলা গভর্নর দিল নাহসিন মহসিন বলেন ‘এ বছর গ্লোবাল গ্রান্টের জন্য ইতোমধ্যে ১৫টি কন্ট্রাক্ট সম্পন্ন হয়েছে।’ জেলা গর্ভনর ইলেক্ট এম আতাউর রহমান পীর বক্তব্যে তার রোটাবর্ষ ২০১৯-২০-এ নূন্যতম ১০০টি গ্লোবাল গ্রান্ড প্রজেক্ট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং কীভাবে গ্লোবাল গ্রান্ড ও ডিস্টিক গ্র্যান্ট কার্যক্রম পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণ প্রদান করেন। তিনি সকল রোটারিয়ানদেরকে বেশি করে দি রোটারি ফাউন্ডেশনে কন্ট্রিবিউশন করার জন্য অনুরোধ জানান। সেমিনারের আয়োজক রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সকল সদস্যকে সফলভাবে সেমিনার সম্পন্ন করার জন্য জেলা গভর্নর ধন্যবাদ জানান। সেমিনার শেষে সার্টিফিকেট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফেলোশিপ ডিনারের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি