হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি শাখার মানববন্ধন

7

সারাদেশে সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গত ৭ নভেম্বর চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিপণী বিতান (নিউ মার্কেট মোড়)-এ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখা ও পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র-কখনোই আমাদের দায়িত্ব নেয়নি, কোনদিন নেবেও না। তাই সময় থাকতে সবাই এক হোন, নিজেদের বদলে ফেলুন, প্রতিবাদ করুন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল কান্তি শীল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক অমর বিকাশ নন্দি, সহ-সভাপতি এড. তরুণ কিশোর দেব, সহ -সভাপতি বাবু শিমুল ধর, আইন সম্পাদক এড. মিহির দে, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুমন কুমার বণিক, পূজা উদ্যাপন পরিষদ ভূজপুর থানা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল দে, পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার সভাপতি মাস্টার আর্শীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আদিত্য দাশ সৈকত, পাইন্দং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাধারণ সম্পাদক রিতেশ বড়ুয়া, মানিক বড়ুয়া, অর্চনা রানী আচার্য, তরুণ কুমার আচার্য, কৃষ্ণকলি আচার্য, জয়ন্তী আচার্য, তূর্ণা আচার্য, সহ-সভাপতি দয়াল শীল ও পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সদস্য রূপন ভৌমিক, সুজন চৌধুরী, সঞ্জয় ধর প্রমুখ। বিজ্ঞপ্তি