হাসিমপুর লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ৬ মার্চ

46

চন্দনাইশ উপজেলার হাসিমপুর শ্রীশ্রী লোকনাথ মন্দিরের (চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র) প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে আগামী ৬ মার্চ থেকে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা। ৭ মার্চ ভক্ত ও মাতৃসম্মেলন, বস্ত্র বিতরন, সম্মাননা প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান, ধর্মসম্মেলন, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রতিদিন দুপুর ও রাতে অন্নপ্রসাদ বিতরণ। ৮ মার্চ অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন ও ডা. কথক দাশের পরিচালনায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস্্ চেকআপ। ৯ মার্চ মহানামযজ্ঞের পূর্ণাহুতি। ১ম পর্বে অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন আচার্য ড. গোপাল ক্ষেত্রী। উদ্বোধক থাকবেন অশোক মাধব রায়। প্রধান অতিথি থাকবেন সমাজসেবী অনিতা চৌধুরী। প্রধান আলোচক থাকবেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। ২য় পর্বে অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করবেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে। উদ্বোধক থাকবেন অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর অদুল কান্তি চৌধুরী। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। মহান অতিথি থাকবেন বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার। বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ কোলকাতা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক অজয় কুমার দাস, গঙ্গাদাস বসাক, নমিতা পাল, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, ভোলানাথ সাহা, আবু আহমেদ চৌধুরী (জুনু), কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শাহীদা আক্তার জাহান, কাশীনাথ চন্দ প্রমুখ। প্রকৌশলী দীপংকর দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সম্পাদক রত্নাকর দাশ টুনু। অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সত্যজিৎ বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি