হাসপাতাল থেকে ৬ হাজার মাস্ক চুরি

20

জাপানের একটি হাসপাতাল থেকে ছয় হাজার মাস্ক চুরি হয়েছে। হংকংয়ে শত শত টয়লেট টিস্যুর রোল লুটতরাজের রেশ না কাটতেই জাপানে এ ঘটনা ঘটলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। করোনা ভাইরাসের ফলে চীন ছাড়াও জাপানসহ এ অঞ্চলের অনেক দেশেই হঠাৎ করে মাস্কের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ব্যাপক চাহিদার ফলে ইতোমধ্যেই বাজারে এর সংকট দেখা দিয়েছে। ফলে দামও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতেই হাসপাতাল থেকে মাস্ক চুরির ঘটনা ঘটলো।
মঙ্গলবার জাপানের ওই হাসপাতালের একজন কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী কোবে-র রেড ক্রস হাসপাতালের একটি লক স্টোরেজ থেকে মাস্কের চারটি বাক্স হাওয়া হয়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, আমাদের কাছে এখনও প্রচুর পরিমাণে মাস্ক রয়েছে। হাসপাতালের দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে নিতে এটা যথেষ্ট। তবে যে ঘটনা ঘটেছে তা নিতান্তই দুঃখজনক।