হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ও ড্রেজার ধ্বংস

43

প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ নৌপুলিশের সহায়তায় রাউজানের উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় হালদা নদী থেকে ড্রেজার আটক করে। ড্রেজার থেকে বালু উত্তোলন করার সরঞ্জাম ও ড্রেজার ধংস করে দেয়। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারের মালিক মহিউদ্দিন থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর ডলফিন ও মা মাছ জীব বৈচিত্র রক্ষার জন্য হালদা নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল ব›দ্ব ঘোষনা করা হয়েছে। হালদা নদী থেকে ড্রেজার ও পাওয়ার পাম্প দিয়ে বালু উত্তোলন নিষিদ্ব করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায়, ড্রেজার ও বালু উত্তোলন করার সরঞ্জাম ধংস করা হয়েছে। ড্রেজারের মালিক থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালদা নদীর ডলফিন ও মা মাছ জীব বৈচিত্র রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান।