হামলার মূল পরিকল্পনাকারী সাবেক এক আফগান যোদ্ধা?

38

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরে বৃহস্পতিবার হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মুহাম্মদ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই হামলার মূল পরিকল্পনাকারী হলেন সাবেক আফগান যোদ্ধা আব্দুল রশিদ গাজী।
বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রায় ২৫০০ সদস্যকে নিয়ে ৭০টি গাড়ির একটি বহর জম্মু থেকে কাশ্মির যাচ্ছিলো। এরমধ্যে ৪৪ জন জওয়ানকে বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদ সদস্যরা। হামলার পর স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ। গোষ্ঠীটি কাশ্মিরে ভারতীয় শাসনের অবসান চায়। মতাদর্শগতভাবে কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে অবস্থান তাদের। ভারতীয় গোয়েন্দা সূত্রের ধারণা, সাবেক এই আফগান যোদ্ধা ও আইইডি স্পেশালিস্ট আব্দুল রশিদ গাজী। তিনিই পুলওয়ামা হামলার সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। গত বছরের ডিসেম্বর মাস থেকে এই হামলার ছক তৈরি করা শুরু হয়।