হাটহাজারীতে ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার বিক্ষোভ

64

সম্প্রতি এক সন্ত্রাসী মৌলভী বাতিল শক্তির সাথে আঁতাত করে সেনা-ফ্রন্টকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকির প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা মীর হাসানুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুণ সওদাগর, সহ-সভাপতি মুহাম্মদ ইউসুফ, মাওলানা ইসহাক আনছারী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা কাজী সৈয়দ আবু সাঈদ, মাওলানা মুহাম্মদ আলমগীর, আলহাজ্ব কামাল পাশা চৌধুরী, মাওলানা আবু তালেব আল কাদেরী, মাওলানা এস. এম নাজিমুল হক আলকাদেরী, হাটহাজারী উপজেলার ফ্রন্ট নেতা এস. এম মনিরুর রহমান খসরু, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম ও ফ্রন্ট পৌরসভার নেতা মাওলানা রফিকুল ইসলাম। এতে বক্তরা বলেন, উগ্রবাদিরা সবসময় ইসলামকে কলঙ্কিত করেছে। সূফিবাদিরা ইসলামের উদার মতার্দশের মাধ্যমে বিশ্বজুড়ে ইসলামের মূলধারা আহলে সুন্নাতের প্রচার-প্রসার করেছেন। আর বাংলাদেশে সূফিবাদি ইসলামের প্রকৃত রূপরেখা প্রতিষ্ঠায় ১৯৮০ সাল থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, য্বুসেনা ও ছাত্রসেনা নিরন্তর ভূমিকা রেখে চলছে। পক্ষান্তরে, জঙ্গিবাদি জামাত-শিবির, ওহাবী-হেফাজতি, ভÐ শিয়াসহ সর্ব বাতিল শক্তি সবসময় সেনা-ফ্রন্টকে নিশ্চিহ্ন করার চক্রান্তে লিপ্ত। কিন্ত, তাদের টার্গেট সবসময় ব্যর্থ হয়েছে। সর্বদা আদর্শের পথে অটল থাকায় উগ্রবাদিরা সেনা-ফ্রন্টের কিছুই করতে পারেনি। বরং, বিভিন্ন সমসময় ওইসব হিংসুকরা কালের গর্ভে হারিয়ে গিয়েছে। সুন্নিয়তের সত্যের ঝাÐা নিয়ে এগিয়ে যাবে সেনা-ফ্রন্ট। ছাত্রসেনা হাটহাজারী উপজেলার উত্তর এর সভাপতি মাওলানা আবদুল মজিদেও সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবসেনা হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা মুহাম্মদ অহিদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, পৌরসভার সভাপতি ছগির আহমদ, সাধারণ সম্পাদক এস. এস নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক জুনায়েদ আরাফাত, দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফোরকান উদ্দীন, পৌরসভার সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন মহিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ প্রমুখ।