হাটহাজারিতে পসরা সাজিয়ে রাতে আর ব্যবসা করা যাবে না

43

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে সরকারি নিদের্শনা মেনে দিনের বেলায় যথারীতি দোকান বন্ধ। কিন্তু রাতের বেলায় পণ্যের পসরা সাজিয়ে জমজমাট ব্যবসা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এভাবে ব্যবসা করে আসছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকার হাটের দোকানগুলো। গত ১৯ মে দুপুরে অভিযান চালিয়ে উক্ত ইউনিয়নের সরকারের হাটের ১০ কাপড়ের দোকান অপসারণ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে এ অভিযান পরিচালনা করেন। দোকানগুলোকে আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী মো. আলী আহসানসহ অনেকে উপস্থিতি ছিলেন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, গত এক সপ্তাহে একাধিকবার উপজেলার বাজার সমুহে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়, কে শুনে কার কথা। সরকার চায় মানুষকে ভাল ও সুস্থ রাখতে। আর মানুষ চায় অসুস্থ থাকতে। তাই করোনার মত ভয়াবহ কঠিন এই সময়েও মানুষকে ঈদ মার্কেটিং থেকে বিরত রাখা যাচ্ছে না। উপজেলার সরকারের হাটের ১০টি কাপড়ের দোকান অপসারণ করা হয়। এসব দোকান দিনে বন্ধ রাখে রাতে জমজমাট ব্যবসা করছে।