সড়ক পরিবহন মালিক গ্রুপের সংবাদ সম্মেলন

44

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুলের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে পরিবহন ধর্মঘটের হুমকী দিয়েছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপ। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন পরিবহন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু। লিখিত বক্তব্যে বলা হয়, মহানগরীসহ পুরো চট্টগ্রামে একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিশৃংখল পরিস্থিতি তৈরি করছে। এসব সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা গোলাম রসুল বালুলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সন্ত্রাসীদের চিহিৃত করেছে পুলিশ। অথচ ঘটনার তিনদিন পার হলেও এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ,কার্যকরী সভাপতি জহুর আহম্মদ, সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম এর সভাপতি মো.মুছা, সাধারণ সম্পাদক অলি আহম্মদ, মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাছান, নুরুল ইসলাম, জাফর উদ্দিন, সিটি সার্ভিস মালিক সমিতির সভাপতি তরুণ দাশগুপ্ত বানু, কার্যকরী সভাপতি জাফর আহম্মদ, কালুরঘাট মালিক সমিতির সাধারণ সম্পাদক অহিদুর নুর কাদেরী, খোরশেদ আলম, সহিদ নাঈম সুমন, কলিম উল্লাহ, শহিদুল ইসলাম সমু, সিরাজউদ্দৌলা নিপু, মহিউদ্দিন, হাবিবুর রহমান, মো. এনায়েত, তৌহিদুল করিম প্রমুখ।
এসময় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু বলেন, ‘চাঁদাবাদদের বিরুদ্ধে কথা বলায় আমাদের পরিবহন সেক্টরের জনপ্রিয় নেতা গোলাম রসুল বাবুলের উপর হামলা হয়েছে। আমরা শান্তির স্বার্থে আইনের আশ্রয় নিয়েছি।’ উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমাস সিনেমা হল ভবনস্থ নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রসুল বাবুল। খবর বিজ্ঞপ্তির