স্বপ্ন কথা

25

তখন আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতাম।
হরহামেশা মানুষ দেখলে ভালোবাসতাম।
সুখে দুঃখে সবার পাশে সাহসী এক
পাখি হয়ে উড়ে যেতাম। সত্য মিথ্যার
তফাত বলতাম জনারণ্যে। সকল
মানুষ আমায় দেখে শক্তি পেতো।
অন্যায়ের বিপক্ষে গিয়ে অসত্যকে
রুখে দিতাম। সমান দাবির কথা
বলে সাম্যবাদের স্বপ্নচারা রোপণ
করতাম গণপথে। পায়ে পায়ে হেঁটে
চলতাম সবার সাথে। সব মিছিলের
সামনে থেকে প্রতিবাদের শ্লোগান
দিতাম সবার আগে। তখন আমি
স্বপ্ন দেখতাম সবার জন্য এক পৃথিবীর।
সেসব স্বপ্ন ছড়িয়ে দিতাম
সবার মাঝে। সবাই এমন সাহস পেতো
সেই সাহসে দ্রোহের আগুন জ্বলে উঠতো
যখন তখন। এখন আমি স্বপ্ন দেখি..
এক পৃথিবী মানুষ ভরা শোষণ ছাড়া।
আলো ঝরা হিংসা ছাড়া সকাল বেলা
সারাটা দিন সব মানুষের ভালোবাসা ভাল থাকা।
আমার স্বপ্ন ছড়িয়ে আছে শহর জুড়ে
সেই স্বপ্ন কেউ না কেউ বিলিয়ে দিচ্ছে ঘুরে ঘুরে।