সৌদির অস্বীকার বেজোসের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

6

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাস এর পক্ষ থেকে দাবি করা হয়, সংবাদমাধ্যমে আসা এমন খবর আসলে ভিত্তিহীন।
২০১৮ সালের মার্চ মাসে ওয়াশিংটন পোস্টের মালিক অ্যামাজনের জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল। তার ফোন থেকে হ্যাকাররা বিবাহ বহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও তথ্য চুরি করে তা প্রকাশের জন্য ‘ন্যাশনাল এনকোয়ারার’ নামে একটি মার্কিন ম্যাগাজিনের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে যে সৌদি যুবরাজের ফোন থেকেই ওই হ্যাক করা হয়।