সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

57

ফটিকছড়ি প্রতিনিধি

লাখো ভক্তের উপস্থিতিতে বিশ্ববাসীর শান্তি কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ২২ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাসানী আল মাইজভান্ডারীর (ম.) খোজরোশ শরীফ। এতে তিনি আখেরি মুনাজাত পরিচালনা করেন। এ সময় নায়েব সাজ্জাদানশীন ছৈয়দ নুরুল বশর আল্-হাচানী আল্-মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।
এর আগে খোশরাজ শরীফ উপলক্ষে আশেকানে মাইজভাÐারী এসোসিয়েশনের উদ্যোগে ৩দিন ব্যাপি কর্মস‚চী পালন করে। কমস‚চীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানো, পুস্পস্তবক অর্পণ, ভান্ডারীর জীবন দর্শনের ওপর আলোচনা, ওয়াজ-মিলাদ। আলোচনা সভায় মাওলানা মো. গোলাম মুস্তাফা ও মাওলানা শায়েস্তা খান আল আযহারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা বুড়িচং আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাসনাত উল্লাহ ফারুকী মাইজভান্ডারী, মাওলানা বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি, মাওলানা দিদারুল আলম, মাওলানা জাকির হোসাইন মাইজভান্ডারী প্রমুখ।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন প্রান্ত হতে কয়েক লাখ আশেকান, মাইজভান্ডারী ভক্তবৃদ বিভিন্ন যানবাহন যোগে মাইজভান্ডার দরবার শরীফে এসেছিলেন। নাজিরহাট হতে মাইজভান্ডার পর্যন্ত ৪কিলামিটার জুড়ে ছিল এসব গাড়ির ভিড়।
খোজরোশ শরীফে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলে স্বেচ্ছাসেবকরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। তাছাড়া ভক্তবৃন্দ মনের বাসনা প‚রণে মাজার জিয়ারতসহ সারিবদ্ধ দাড়িয়ে সাজ্জাদানশীনের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।