সেগুনবাগান মাদরাসায় পুরস্কার বিতরণ

118

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধার শানিতকরণ, জ্ঞান-বিজ্ঞান, ঈমান-আখলাকসহ সার্বিক যোগ্যতায় নেতৃত্বদানে সক্ষম একটি ইসলামি প্রজন্ম তৈরিকরণ এবং দেশপ্রেমী আদর্শ নাগরিক গঠনের লক্ষ্যে সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসার আরবী ভাষা ও ইসলামী শিক্ষা বিভাগ’র তত্ত্বাবধানে শিক্ষা সেমিনার, কেরাত, হামদ-না’ত এবং আলেমদের তরবিয়তি আলোচনা অনুষ্ঠানসহ শিক্ষামূলক কার্যক্রম চলে আসছে।
এরই অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি বাদ আছর থেকে মাদরাসা মিলনায়তনেঅত্র মাদরাসার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন (আত তা’লীম ওয়াত তা’দীব) এর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিচারক ছিলেন চবি অধ্যাপক মুফতি হুমায়ুন কবির খালভী ও অধ্যাপক মোহাম্মদ নছিম, চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট হেলাল উদ্দিন ও দারুল মাআরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুফতি আল্লামা ফোরকান উদ্দিন, খুলশী থানার এসআই সেলিম। অতিথিরা মাদরাসার পড়ালেখার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। শেষে সভাপতির উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি