সীতাকুন্ডে মোহাম্মদ ইউসুফের পৌর মেয়র প্রার্থিতা ঘোষণা

22

সীতাকুন্ড পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাপ্তাহিক চাটগাঁর বাণীর প্রধান সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় পরবর্তী প্রার্থিতা ঘোষণা করেন। গত ২৫ সেপ্টেম্বর সীতাকুÐ প্রেসক্লাব কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজেকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি বলেন, সীতাকুন্ড পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও পৌরবাসীর কাক্ষিত আশা পূরণ হয়নি। পৌরসদরে সুন্দর একটি বাজার থাকলেও বাজারের সৌন্দর্য ফুটে উঠেনি। যদি বর্তমান কাঁচাবাজারটি বহুতল ভবন হতো তাহলে ক্রেতারা সাচ্ছন্দ্যভাবে কেনাবেচা করতে পারতো। কালক্রমে রূপসী সীতাকুন্ড মলিন ও হতশ্রী হয়ে যাচ্ছে। সার্বিকভাবে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি। উন্নয়ন যা হয়েছে বা হচ্ছে তা গতানুগতিক, বিশেষ কোন উন্নয়ন পৌরবাসীর ভাগ্যে জোটেনি। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মদ, গাঁজাও ইয়াবার আসক্ত হচ্ছে উঠতি বয়সী তরুণেরা। তুচ্ছ বিষয়কে ঘিরে ঘটছে খুন-খারাবির ঘটনা। সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে চলেছে। সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে পৌরবাসীর মধ্যে অসন্তোষ লেগেই আছে। আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই তাহলে পৌরসদরের কাঁচাবাজারকে বহুতল ভবন নির্মাণ করবো। রেলওয়ের ডেবার পাড়কে সুন্দর একটি বিনোদনের জন্য পার্ক গড়ে তুলবো।
পৌরসভাসদরে ওয়াইফাই জোন গড়ে তোলা হবে। শুধু ট্রেড লাইসেন্স আর সালিস কেন্দ্র নয় সীতাকুন্ড পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত করে পৌরবাসীর আশা-আকাঙ্খার প্রাণ কেন্দ্র করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এছাড়া নির্বাচিত হয়ে ২১টি সমস্যা পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করবো। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, লেখক-কলামিস্ট রোটারিয়ান খনরঞ্জন রায়, সীতাকুন্ড পৌর ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. মছিউদদৌজা, আর.আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক এস্কান্দর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলম প্রমুখ।