সীতাকুন্ডে পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

46

মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ, গ্র্যাচুইটি, বদলী শ্রমিক স্থায়ীকরণসহ ৯ দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে লাল পতাকা মিছিল করেছে রাষ্ট্রয়ত্ত¡ ৪টি পাটকল কারখানার হাজারো শ্রমিক কর্মচারীরা। গত রবিবার সকালে কেন্দ্রীয় সিদ্ধান্তে উপজেলার সকল পাটকল প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রালফ্রা হাবিব কারখানার প্রায় সাড়ে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী মহাসড়কে লাল পতাকা মিছিল করেন। সিবিএ’র নেতৃত্বে শ্রমিকরা কারখানা প্রাঙ্গণ থেকে লাল পতাকা হাতে মিছিল বের করে মহাসড়কের শুকলালহাট বাজার এলাকা প্রদক্ষিণ করেন। মিছিল শেষে কারখানা প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গালফ্রা হাবিব সিবিএ সভাপতি শরিয়ত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. শফি উল্ল্যাহ, মো. নুরুল আলম, মো. শহিদুল্লা, মো. শহিদুল আলম, শ্যামল কান্তি শর্মা, মো. আবদুল করিম, সাবেক শ্রমিক নেতা আওরঙ্গজেব সাবু প্রমুখ। একি সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিবিএ সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক জহুরুল হকের নের্তৃত্বে লাল পতাকা মিছিল করেছে আর আর জুট মিলের ৫ শতাধিক শ্রমিক। এছাড়া সিবিএ সভাপতি আবু তাহেরের নের্তৃত্বে লাল পতাকা হাতে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন হাফিজ জুট মিলের শ্রমিক কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুর আলম, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শ্রমিক নেতা মোতালেব সদ্দার, সোলাইমান ও শাহ আলম প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য শ্রমিক নেতারা বলেন, সরকারিভাবে বিভিন্ন কারখানায় মজুরী কমিশন বাস্তবায়ন হলেও পাটকল প্রতিষ্ঠানে এখনো মজুরী কমিশন বাস্তবায়িত হয়নি। এতে শ্রমিকরা নিজেদের ন্যায্য পাওনা বঞ্চিত হয়ে মানবেতন জীবনযাপন করছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ ২৪ ঘন্টার ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন নেতারা।