সামরিক বিমান ভূপাতিতের তুরস্কের দাবি অস্বীকার সিরিয়ার

45

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর একটি বিমান ভূপাতিত করা হয়েছে বলে তুরস্ক দাবি করলেও তা অস্বীকার করেছে দামেস্ক। রবিবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি সিরীয় বিমান ভূপাতিতের খবরটি দিয়েছিল, কিন্তু সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার খবরে ওই দাবি অস্বীকার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পাল্টা দাবিতে সিরীয় বার্তা সংস্থা এসএএনএ বলেছে, সিরিয়ার সেনাবাহিনী ইদলিবের সারাকেব শহরে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। এরপর এক ঘোষণায় সিরিয়ার সেনাবাহিনী উত্তরপশ্চিম সিরিয়ার আকাশসীমা বন্ধ ঘোষণা করে সেখানে বিমান ও ড্রোনের প্রবেশ নিষিদ্ধ করেছে। এ নির্দেশ লঙ্ঘনকারী যেকোনো আকাশযান ভূপাতিত করা হবে বলেও জানিয়েছে তারা। এসএএনএর প্রতিবেদনে দেওয়া এক উদ্ধৃতিতে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো আকাশযানকে শত্রুর আকাশযান হিসেবে ধরে নিয়ে ভূপাতিত করা হবে।’
ইদলিব তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার শেষ ভূখন্ড। ইদলিব পুনরুদ্ধারে রাশিয়ার বিমান শক্তির সমর্থনে সম্প্রতি ব্যাপক অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ফেব্রুয়ারিতে ইদলিবে সিরীয় বাহিনীর হামলায় তুরস্কের মোট ৫৫ জন সৈন্য নিহত হয়। এর মধ্যে গত সপ্তাহে সিরীয় বাহিনীর এক বিমান হামলায় তুরস্কের ৩৪ সৈন্য নিহত হয়। এরপর থেকে ইদলিবে সিরিয়ার সরকারি লক্ষ্যস্থলগুলোতে তীব্র হামলা শুরু করেছে তুরস্কের বাহিনী। বিডিনিউজ