সাদার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার টক

46

সাদার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অধ্যায়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোটিভেশনাল প্রোগ্রাম ক্যারিয়ার টক সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়। মূলত একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কাক্সিক্ষত ক্যারিয়ার গঠনে প্রস্তুতি কেমন হওয়া দরকার এ সম্পর্কে ধারণা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাদার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উপ-পরিচালক রিজোয়ান রাজনের সভাপতিত্বে অনুিষ্ঠত প্রোগ্রামে মুখ্য আলোচক ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের কৃতি শিক্ষার্থী ও বিসিএস কর্মকর্তা প্রকাশ দেব নাথ ও বিশেষ বক্তা ছিলেন একই বিভাগের আরেক কৃতি ছাত্র ক্যারিয়ার কনসাল্টেন্ট ও আইটি বিশেষজ্ঞ ওমর ফারুক চৌধুরী। মুখ্য আলোচক প্রকাশ দেব নাথ বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির খুটিনাটি বিষয় এবং কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি সরকারি চাকুরীর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কিছু বিষয়ের প্রস্তুতি সকলেই সমানভাবে নিলেও নিজেকে অনন্য প্রমাণ করার জন্য কুশলী হতে হবে। বিশেষ আলোচক ওমর ফারুক চৌধুরী বেসরকারি ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার ও ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সমাপণী বক্তব্য রিজোয়ান রাজন ছাত্রজীবনকে প্রস্তুতিকাল উল্লেখ করে এখনি সিদ্ধান্ত নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠান আয়োজনের অন্যতম সংগঠক আরাফাতুল ইসলাম ও মো. ফয়সাল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে আলোচকদ্বয়কে সাদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির