সাতকানিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সরকারি বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

38

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনটি করে গাছ লাগানোর ঘোষণার অংশ হিসেবে শেখ রাসেল স্মৃতি সংসদ, সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাই বিকেল তিনটায় সাতকানিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদ, সাতকানিয়া উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফরুক ডলার। অন্যান্যের মাঝে উপস্থিতি ছিলেন সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহ সম্পাদক আবছার কামাল, পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস, শেখ রাসেল স্মৃতি সংসদের সহ সভাপতি তানভিরুল হক লিখন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদসহ সাতকানিয়া উপজেলা শাখার সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। বিজ্ঞপ্তি