সাতকানিয়ায় মাতৃসম্মেলন

22

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম শুভজন্ম উপলক্ষে সাতকানিয়া ছদাহা সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে গত ২৫ জানুয়ারি মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মোসাদ হোসাইন, প্রধান বক্তা অধ্যাপক প্রদীপ কুমার দেব এবং ধর্মীয় আলোচক ছিলেন প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, তিমির বরণ সেন, নারায়ণ চন্দ্র নাথ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নারায়ন চন্দ্র মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন শংকর দে।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা ঠাকুরের আদর্শের কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার বলেন, সুষ্ঠু পরিবার ও সমাজ গঠনে নারী শিক্ষার প্রসার খুব দরকার। নারীরা পিছিয়ে থাকলে জাতি কখনো এগোতে পারবে না। কারণ একটা সংসারে বাচ্চাদের প্রথম শিক্ষক হল তার মা। এসব মহামানবের আদর্শ অনুসরণ করলে সুষ্ঠু সমাজ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্পা দেবী, উমা ভট্ট, রেখা চৌধুরী, মোজামেল হক, নারায়ণ চন্দ দাশ সহ প্রমুখ। বিজ্ঞপ্তি