সাউথইস্ট ব্যাংক-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

83

চট্টগ্রামের শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও সাউথইস্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ‘গেইম অব লজিক’ শিরোনামে অনুষ্ঠিত হলো জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় ও ১২টি স্কুল অংশগ্রহণ করে। গতকাল প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠানে স্কুল ফাইনাল প্রতিযোগিতার বিষয় ছিল ‘এই সংসদ রোহিঙ্গা শিশুদের বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ দিবে’। তর্কযুদ্ধ শেষে চট্টগ্রামের প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয়েছে চট্টগ্রাম কলেজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রানার আপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইবিএ), তৃতীয় স্থান অধিকার করে ইউএসটিসি। নবীন ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নুর তুষার, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন রাশেদ। দৃষ্টি চট্টগ্রামে সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি ব্যাংকার সাইফ চৌধুরী, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, অর্থ সম্পাদক মুন্না মজুমদার ও বিতর্ক সম্পাদক রিদোয়ান আলম আদনান।
ডা. আব্দুন নূর তুষার বলেন, প্রবৃদ্ধি আর জিডিপিতে সুইজারল্যান্ড, সুইডেনসহ উন্নত দেশগুলোকে ছাড়িয়ে যাওয়াই প্রকৃত উন্নয়ন নয়, আমাদেরকে হতে হবে তাদের মতই উন্নত মানুষ। তবেই আসবে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা সেই সোনার বাংলা আর আমরা হয়ে উঠবো সোনার মানুষ। সোনার মানুষ হচ্ছে সেই মানুষ যার হৃদয় স্বর্ণের মত উজ্জল, স্বর্ণের মত খাঁটি ও স্বর্ণের মত দামি, যোগ করেন তিনি।
সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, সা¤প্রতিক এক জরিপ বলছে আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধিতে সুইজারল্যান্ড, ডেনমার্ক, ইটালির মত দেশগুলোকে ছাপিয়ে যাবে। অতীতের যেকোন সময়ের তুলনায় দেশে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা সবথেকে বেশি। যার সুফল পাওয়া সম্ভব হবে যদি এ জনস¤পদকে যথাযথভাবে কাজে লাগানো যায়।
শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান বলেন, আমরা আসলেই প্রত্যেকেই বিতার্কিক। প্রতিনিয়ত আমরা নিজেদের মধ্যে বিতর্ক করতে থাকি। আমাদের দরকার শুধুমাত্র একটু চিন্তা শক্তির প্রসার বাড়ানোর।
সভাপতির বক্তব্য দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, চট্টগ্রামের ইংরেজি বিতর্ক চর্চাকে এগিয়ে নিতে এই আয়োজন বিতার্কিকদের ইংরেজি বিতর্কের প্রতি আগ্রহী করে তুলবে।
৯ দিনব্যাপী এ আয়োজনের কর্মসূচির মধ্যে ছিলো, আন্তঃস্কুল এশিয়ান পার্লামেন্টারী ডিবেট ক¤িপটেশন, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশন ও পাবলিক ¯িপকিং প্রতিযোগিতা। বিজ্ঞপ্তি