সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

24

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন নগর জাতীয় ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়ার সভাপতিত্বে ২৮ আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর জাতীয় ছাত্র সমাজ নেতা আবু হানিফ নোমান, বাপ্পি আহমেদ, কোতোয়ালী থানা প্রতিনিধি তাসকিন আহমেদ মুন্না, মুহাম্মদ মাসুম, মো. আকিব, বাকলিয়া থানা প্রতিনিধি আবু হাসান, মো. সেলিম, সদরঘাট থানা প্রতিনিধি মো. নিলয়, শুভ দাশ, বন্দর থানা প্রতিনিধি মো. আরিফ, মো. শাকিল, পতেঙ্গা থানা প্রতিনিধি দিদার, হালিশহর থানা প্রতিনিধি মো. আনসার, মো. হাসান, ইপিজেড থানা প্রতিনিধি মো. পারভেজ, বাপ্পা বড়ুয়া, রাতুল দাশ, খুলশী থানা প্রতিনিধি মো. শাকিল ইব্রাহিম, পাঁচলাইশ থানা প্রতিনিধি লুৎফুর রহমান আলিফ, মো. হাবিবুর রহমান, বায়েজিদ থানা প্রতিনিধি মো. হৃদয়, মিশন দাশ, সিটি কলেজ প্রতিনিধি সঞ্জয় কুমার মিত্র, শরীফুল মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা করা। এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য আইন প্রণেতা হয়ে এমন জঘন্য কাজ করতে পারেন না। বক্তারা অবিলম্বে হামলার ইন্ধনদাতা এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা ও হামলাকারীদের কঠিন শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি