সময়ের ঘুমভাঙা সকাল (কবি আলমগীর রেজা চৌধুরী-কে নিবেদিত )

22

যার কলমে গড়তে পারে
অবাক বিস্ময়ে-আলোর রেখা ;
তার লেখার শেষ নেই নতুন সকালে
পাঠ-পরিক্রমার মৃত্যু হয়নি কখনও।

তাই আলোর রেখার সূত্রপাতে
এখানে ঘুমায় না বৃদ্ধ পাহাড়ের ঝরনা,
মাথা রাখে না নদীর ক্লান্ত জল
সমুদ্রের মুক্তো দেখার বাসনায়…
আর তা দেখে আলোর খেয়ায়
ফিরে আসুক স্বপ্ন বেড়ে ওঠার খবর।

অতঃপর,আছে আমাদের স্বপ্নীল চোখ
দেখার মতো নেই সময়ের ঘুমভাঙা সকাল;
শুধুই হাইব্রিড নেতার উর্বর ভাষণে…
আলোচনার ঝড় তোলে মুক্ত আঙিনায়।