সম্প্রসারিত টিকাদান কর্মসূচি উদ্বোধন

48

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সকল শিশুর পূর্ণ টিকাপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বুধবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০১৯। গতকাল সকালে নগরীর একটি হোটেলে এক শিশুকে এমআর টিকা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিক বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশ্ব টিকাদান সপ্তাহে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কার্যকর টিকা-সকলে সুরক্ষা’। বিশ্ব টিকাদান সপ্তাহের মূল উদ্দেশ্য হলো, বাদ পড়া সকল শিশুকে কার্যকরী টিকা দিয়ে সুরক্ষিত করা। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টিকাদান কর্মসূচি পালিত হবে।
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, লায়ন ডাইরেক্টর ডা. মোহাম্মদ শামসুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান রানা, ইউনিসেফ প্রতিনিধি মাধুরী ব্যানার্জি, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বক্তব্য রাখেন।
ইপিআই অ্যান্ড সার্ভিলেন্স প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী পরিচালক পোর্ট ক্লিয়ারেন্স চট্টগ্রামের ডা. মোহাম্মদ হুমায়ুন কবির ও সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট আরটি আর এল চট্টগ্রাম প্রিয়াংকা দে। বিজ্ঞপ্তি