‘সম্প্রতি কিম জং উনের দেখা পায়নি যুক্তরাষ্ট্র’

55

সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারা উত্তর কোরীয় নেতা কিম জং উনের দেখা পায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার স্বাস্থ্য সংক্রান্ত খবরগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়া করোনাভাইরাসের মহামারি কিংবা দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে থাকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন পম্পেও। বুধবার মার্কিন স¤প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মাইক পম্পেও।
গত ১২ এপ্রিল সর্বশেষ রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যমে দেখা যায় উত্তর কোরিয়ার ৩৬ বছর বয়সী নেতা কিম জং উনকে। তারপর আর তাকে দেখা না যাওয়ায়, তার মারাত্মক অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন এসব খবর সত্যি নয়। তবে এমন ধারণাও রয়েছে যে, করোনাভাইরাসের বিস্তার থেকে নিজেকে রক্ষা করতে উত্তর কোরিয়ার নেতা উনসানের সামুদ্রিক অবকাশ কেন্দ্রে রয়েছেন। ভাইরাসের বিস্তার ঠেকাতে গত জানুয়ারি মাস থেকেই নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার নেতার স্বাস্থ্য সংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা তাকে দেখিনি। আজকে পর্যন্ত আমরা তার সম্পর্কে কোনও তথ্য পাইনি, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
তিনি বলেন, সত্যিকার ঝুঁকি হলো উত্তর কোরিয়ার অভ্যন্তরে দুর্ভিক্ষ, খাবার সংকটও হতে পারে।’ মাইক পম্পেও এর মন্তব্যের আগে গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান কিম জং উনের অবস্থা নিয়ে ভালো ধারণা রয়েছে তার। তবে এনিয়ে কথা বলতে পারবেন না তিনি। তিনি বলেন, ‘আমি কেবল তার সুস্বাস্থ্য কামনা করি।’ ২০১৮ সালের পর থেকে তিনবার সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে গত কয়েক মাস ধরেই থমকে আছে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা।থমকে আছে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা।‘