শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

34

সারাদিনের বৃষ্টিতে বিশ্বকাপের ১১তম ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কা-পাকিস্তানের খেলাটি পÐ হয়ে গেছে। যার কারণে গতকাল শুক্রবার ব্রিস্টলের ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পরিত্যক্ত ঘোষণা করায় দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ব্রিস্টলে। তবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি থামলে ম্যাচ হওয়া নিয়ে আশা জন্মে। যদিও ম্যাচ বাতিলের সর্বশেষ সময় সীমা ছিল স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটি (বাংলাদেশ সময় রাত ৯টা ২০মি); কিন্তু মাঠের যা পরিস্থিতি তাতে ওই সময়ের মধ্যে মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব নয়।
ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন শেষে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা।
পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তান পরের ম্যাচে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে।
প্রসঙ্গত, বিশ্বকাপের মহারণের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয়ের দেখা মেলেনি লঙ্কানদের। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের সাথে সাত দেখার প্রতিবারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।
আজকের খেলা- বাংলাদেশ-ইংল্যান্ড (৩:৩০), আফগানিস্তান- নিউজিল্যান্ড (৬:৩০)