শ্রাবণ এলো

42

সকাল সাঝে মুষুলধারে বৃষ্টি ঝড়ছে,
মেঘ ডাকছে আর ঘন ঘন বিদুৎ চমকাচ্ছে,
আজ শ্রাবণ এসেছে সবাইকে জানান দিচ্ছে,
বিন্দু বিন্দু জল জমছে নয়নতারা আর কচু পাতায়,
চারিদিকে ভরছে আজ জল আর কাদায় কাদায়,

আকাশ সর্বদা কালো মেঘে ছেয়ে আছে,
এই বুঝি আবার বৃষ্টি নামছে,
টুপটাপ রিমঝিম পড়ছে বৃষ্টি বাধাহীন,
কখনওবা অঝোর বৃষ্টিতে বন্যা হয়ে করছে সব বিলীন,

নানা রকম ফল ফুলের মিষ্টি সৌরভে,
চারিদিক ভরে আছে অন্য এক আবেশে,
নানা রকম দেশী মাছ পাওয়া যাচ্ছে,
ছোট ছেলে মেয়ে রা আনন্দে মাছ ধরছে,

বিধাতার কাছে শুধু একটা চাওয়া,
এই শ্রাবণ যেন ক্ষতিকর না হয়,
বন্যা বা খাদ্যাভাব যেন মানুষ আর কষ্ট না পায়,
সব দুর্যোগ মহামারীর অবসান ঘটিয়ে
দেশ ফুল ফলে ভরে যায়।