শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে

34

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, করোনা যখন আসলো, তখন অনেকে মনে করেছিলো বাংলাদেশে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে গত দশ-এগার মাসে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করে নাই। করোনা মোকাবেলায় এ উপমহাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে। গত ১৪ জানুয়ারি রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি সম্মানিত অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এ উৎসবে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীউদযাপন পরিষদ, রামুর আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান। এ রামু বদলে যাওয়ার নায়ক সাইমুম সরওয়ার কমল এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে রেলগাড়ি এ কক্সবাজারে পৌঁছাবো। কক্সবাজারের আইকনিক স্টেশনবিল্ডিং হচ্ছে, এটি দক্ষিণ এশিয়ায় এত সুন্দর স্টেশনবিল্ডিং এখন পর্যন্ত গড়ে উঠে নাই। কক্সবাজার পর্যটন নগরী। এই পর্যটনের কথা চিন্তা করেই, ঝিনুক আকৃতির ডিজাইনে অত্যাধুনিক ছয়তলা স্টেশনবিল্ডিং ভবনে ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছি। গত বৃহস্পতিবার আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ, রামুর চেয়ারম্যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়ার সঞ্চালনায় গত বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, জেলা কৃষকলীগ সভাপতি রশিদ আহমদ, জেলা তাঁতীলীগ সভাপতি আরিফুল মওলা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, চট্টগ্রামস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ প্রমুখ।