শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

14

 

রাঙামাটি :
রাঙামাটিতে প্রতিবন্ধী ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য ও সভাপতি, খাদ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। গত সোমবার হাজি মরহুম ইউছুফ আলীর বাস ভবনের সামনে ২ হাজার প্রতিবন্ধী ও শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি। পৌর আওয়ামী লীগ নেতা মো. মঈন উদ্দিন সেলিমের ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্থদের হাতে শীবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত শনিবার সকাল প্রতিবন্ধী ও শীতার্থ মানুষেরা কম্বল শীত বস্ত্র গ্রহণ করেন।
এতিম, প্রতিবন্ধী, গরিব অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে এ কম্বল বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত, মহামারি করোনাকালিন সময়ে মরহুম হাজি ইউছুফ আলীর পরিবার মঈন উদ্দিন সেলিমের ব্যক্তিগত উদ্যোগে ৮-১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সেলিম। তার সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়া :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়া পৌরসভার ৪৫০ জন দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর পৌরসভার এড. নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা এনএনকে ফাউন্ডেশনের সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবি এড. কামরুন নাহার বেগম। উপজেলা এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, হাটহাজারী ইডেন ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাছনিম, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, তারেকুল ইসলাম চৌধুরী, লোকমানুল হক তালুকদার, নূর জাহান বেগম, ইয়াসমিন আক্তার, জেসমিন আক্তার, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, পৌরসভা এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইউনুস প্রমুখ। শেষে সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
সরফভাটা ইউনিয়ন :
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবু তাহেরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে গত ২৬ ডিসেম্বর পূর্ব সরফভাটা ৮নং ওয়ার্ডে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বাড়ি পাড়া জামে মসজিদ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শহীদুল্লাহ চৌধুরী। যুবলীগ নেতা হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, ইউনিয়ম আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সবুর রাজু, আবু তাহের, প্রচার সম্পাদক মো. ইউসুফ প্রমুখ।
রামু :
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আদর্শ তরুণ সংস্থার ৪৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে ২০০ শীতার্ত-অসহায় নারী-পুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আদর্শ তরুণ সংস্থা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। গত ২৬ ডিসেম্বর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। আদর্শ তরুণ সংস্থার কার্যকরী পরিষদ সভাপতি আলহাজ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম বলেছেন-মানুষ সৃষ্টি সেরা জীব, এজন্য মানুষের কল্যাণে মানুষকেই বেশী ভূমিকা রাখতে হবে। আদর্শ তরুণ সংস্থা কক্সবাজার জেলার একটি আলোকিত সংগঠন। এ সংগঠনের কর্মকান্ড দেশ ও জনবান্ধব। নবীন-প্রবীণের অংশগ্রহণে এ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারিভাবে সহযোগিতা দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সফি উদ্দীন ও সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি (অব.) আলহাজ মো. জহিরুল আলম। সংগঠনের কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ খোরশেদ আলম আনসারী। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্দুল জব্বার।
এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ এড. মনিরুজ্জামান, নুরুল আমিন শমসের, জাকের হোছাইন, নুরুচ্ছফা হেলালি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, আজিজুল হক, দুদু মিয়া মেম্বার প্রমুখ।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে বেলা ১১ টায় সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়া প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বার্ষিক সাধারণ সভা (এজিএম), বার্ষিক প্রতিবেদন পেশ এবং সাধারণ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।