শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৫

46

সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্মরত থাকা অবস্থায় মো. রুবেল (২৫) নামের এক কাটারম্যান নিহত এবং দগ্ধ হন আরো পাঁচ শ্রমিক। দগ্ধ শ্রমিকরা হলেন মোহন (২৪), মো. মাসুদ রানা (২৮), মো. আল আমিন (২৭), মো. মামুন (৩২) ও কামরুল আলম(২৮)। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন। গতকাল বুধবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামক ইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। নিহত শ্রমিক রুবেল নোয়াখালী জেলার সেনবাগ থানার শেখ আহাম্মদের পুত্র। জানা যায়, প্রিমিয়াম শিপ ব্রেকিং ইয়ার্ডে গতকাল সকালে পুরাতন জাহাজের কেটে ফেলা পিছনের কিছু অংশে কাটিং করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে ইয়ার্ডে থাকা অন্যরা আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। সীতাকুন্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা। বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও পাঁচ শ্রমিক দগ্ধ হয়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু হবে।’