শিপইয়ার্ডে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৩

37

সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ শ্রমিক। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিরসরাই থানার দক্ষিণ হাইতকান্দির আবদুল কাদেরের পুত্র আমিনুল ইসলাম ও খাগড়াছড়ি পানছড়ির সূর্য্য কুমার চাকমার পুত্র তুষার চাকমা (২৫)।
এছাড়া আহতরা হলেন, ফেনী সদরের তাজুল ইসলামের পুত্র নাছির উদ্দিন (৩০), আবু তাহেরের পুত্র মো. শরীফ (৩০), খাগড়াছড়ির পানছড়ির জগলু ত্রিপুরার পুত্র রাম দয়াল ত্রিপুরা (৪০), ভোনজি ত্রিপুরার পুত্র রিমন ত্রিপুরা (২৫), সুনীল ত্রিপুরার পুত্র বনজয় ত্রিপুরা (২৮), দীঘিনালার মনি ত্রিপুরার পুত্র সুরুন ত্রিপুরা (২২), মোহন ত্রিপুরার পুত্র অনিক ত্রিপুরা (২৫), লক্ষী চরণ ত্রিপুরার পুত্র ধনজয় ত্রিপুরা (২৫), হরেন্দ্র লাল ত্রিপুরা পুত্র রাহী ত্রিপুরা (২২), জগদীশ ত্রিপুরা (২৫), রতন ত্রিপুরা (৩০), শ্রাবণ ত্রিপুরা (২৫) ও ফারুক হোসেন (৩৪)।
জানা গেছে, গতকাল বিকালে সোনাইছড়ি বার আউলিয়া ফুলতলি সাগর উপক‚ল এলাকায় মো. লোকমানের মালিকানাধীন জিরি সুবেদার স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি পুরাতন জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত ১৫ জন শ্রমিক প্রায় ৭০ ফুট নিচে সাগরে পড়ে যান। এরপর ইয়ার্ডে থাকা অন্যরা তাদের উদ্ধার করেন। এর মধ্যে সাতজনকে একটি বেসরকারি হাসপাতালে এবং আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।
জিরি সুবেদার ইয়ার্ডের ম্যানেজার মো. আলম বলেন, জাহাজের উপর ওয়ার টানার সময় নিচে পড়ে শ্রমিকরা আহত হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।