শহীদ নূর হোসেন দিবস স্মরণে সভা

25

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন জীবন দিয়েছেন। দেশে একটি চক্র পুঁজিবাদী রাজনীতি ধর্মের মুখোশধারী মৌলবাদী, জঙ্গিগোষ্ঠীর ও ক্যাসিনো সংস্কৃতি অপকর্ম এবং সন্ত্রাসী কর্মকাÐ পরিচালনা করে দেশের সুমহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব নসাৎ করার ষড়যন্ত্র লিপ্ত। সময় এসেছে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত শহীদ নূর হোসেনের ৩২তম প্রয়াণ দিবস স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফজর আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলি আহমদ শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, মুহাম্মদ ইউনুস মিঞা, রিমন মুহুরী, মোশারফ হোসেন খান রুনু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. রায়হানুল হক চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাইদুর রহমান চৌধুরী জিসান, ছাত্রলীগ নেতা আমান উল্লাহ আমান, আবদুর রহিম, বাবার মিঞা প্রমুখ। বিজ্ঞপ্তি