শতভাগ পাস ৩০ শিক্ষা প্রতিষ্ঠানে

84

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাস করেছে।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ হাই স্কুল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, বাবু ছরা হাই স্কুল, টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, একাডেমি ল্যাবরেটরি স্কুল, সুবরাং হাই স্কুল, শহীদ লে. জিএম মুশফিক
বীর উত্তম হাই স্কুল, বাংলাদেশ নেভি হাই স্কুল, হাজী চাঁদ মিয়া সওদাগর হাই স্কুল, বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল, নতুন কুড়ী ক্যান্টনমেন্ট হাই স্কুল, বাংলাদেশ মিলিটারি একাডেমি হাই স্কুল, সিডিএ গার্লস হাই স্কুল, খান দিঘী হাই স্কুল, লাকেরস্ পাবলিক স্কুল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আধুনগর গুল-ই-জার গার্লস হাই স্কুল, হলদিয়া হাই স্কুল, বীর বিক্রম জয়নুল আবেদিন হাই স্কুল, কইপাড়া গার্লস হাই স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, লিটল জুয়েলস স্কুল, নারায়ণহাট গার্লস হাই স্কুল।