লোহাগড়া ভূমি অফিসের অফিস সহকারী মফিজসাময়িক বরখাস্ত

54

পটিয়া থানায় ফৌজদারী মামলায় কারা বরণ করায় জেলা প্রশাসকের নির্দেশে লোহাগড়া ভূমি অফিসের অফিস সহকারী মফিজুর রহমান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর পটিয়া থানায় দায়েরকৃত মামলায় গত ২৪ জানুয়ারি অফিস সহকারী মফিজুর রহমান ও তার ভাই রাশেদুল ইসলামকে কারাগারে প্রেরণ করেন আদালত। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তর থেকে গত ১৮ নবেম্বর অফিস আদেশ জারি করে তাকে বরখাস্ত করেন। আদেশে বলা হয়, ২৪ ফেব্রæয়ারি অফিস সহকারী মফিজুর রহমান কারাগারে যাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্কলা ও আপিল) বিধিমালার ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী কারা বরণের দিন থেকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হবে। মামলার বাদি জানান, ফৌজদারী মামলা ও কারাবরণের বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে অবগত করা হয়। এ প্রেক্ষিতে গত ১৮ নবেম্বর জেলা প্রশাসকের অফিস আদেশে তাকে সাময়কি বরখাস্ত করা হয়। অফিস আদেশে বলা হয় মফিজুর রহমান জেলে যাওয়ার দিন তথা ২৪ ফেব্রূয়ারি থেকে (ভূতাপেক্ষভাবে) কার্যকর হবে। মফিজুর রহমান পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ হাদু চৌধুরী বাড়ির বাসিন্দা মৃত আবদুর রহমান চৌধুরীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, অফিস সহকারী মফিজের প্রতিবেশী ইঞ্জিনিয়ার নুরুল আলম গংয়ের সাথে জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। গত বছরের ৩১ অক্টোবর প্রতিপক্ষের উপর হামলা ও হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আসামিরা প্রথমে উচ্চ আদালতের অন্তবর্তীকালীণ জামিন পান। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ২৪ ফেব্রূয়ারি নিন্ম আদালত তথা পটিয়ার সিনিয়র জুড়িশিয়্যাল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তারা জামিন প্রার্থনা করেন। কিন্তু আদালত শুনানি শেষে দুই আসামিকে কারাগারে প্রেরণ করেন।