লোহাগাড়ায় বন্যহাতির তান্ডব, ৭ ঘর ভাঙচুর

19

লোহাগাড়ার লোকালয়ে আবারও তান্ডব চালিয়েছে বন্যহাতি। গত শনিবার রাতে পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী জানান, শনিবার রাত ৮টার দিকে পদুয়া আলী সিকদার পাড়ায় ১৫-১৮টি হাতি হানা দেয়। ১টা পর্যন্ত তারা তান্ডব চালায়। এ সময় আহমদ হোসেন, আবু বক্কর ও মহসিনের ৩ বসতঘর গুঁড়িয়ে দেয়। হাতির দল বসতবাড়ির বিপুল পরিমাণ আমন ধান খেয়ে ফেলে। এছাড়া দলটি ওইসব বসতঘরের ছাউনি, আসবাবপত্র, থালা-বাসন ও বেড়া গুঁড়িয়ে দেয়।
খবর পেয়ে বনবিভাগের লোকজন ও পুলিশ এসে পটকা ফাটালে হাতির দলটি পাশের গ্রামের দিকে চলে যায়। এছাড়া একইদিন গভীর রাতে একই ইউনিয়নের উত্তর তেওয়ারীখিল বোরহান উদ্দিন পাড়ার আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম ও শাব্বির আহমদের বাড়িতে হানা দিয়ে ৪টি বসতঘর ভাঙচুর করেছে বলে জানা গেছে। স্থানীয় পদুয়া ইউপির সদস্য মো. কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতির তান্ডবের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বনবিভাগ ও পুলিশকে খবর দিলে পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারওয়ার জাহান ও পুলিশের উপ-পরিদর্শক পার্থ সারথীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। তিনি জানান, কেউ হতাহত না হলেও ৪টি ঘর ভাঙচুর করে হাতির দলটি। এরপর গভীর রাতেই দলটি বান্দরবানের দিকে চলে যায়। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরফাত বলেন, হাতির বসবাসের জায়গায় মানুষ ঘরবাড়ি নির্মাণ করছেন প্রতিনিয়ত। তাই হাতির বসবাস হুমকির মুখে পড়েছে। যার কারণে হাতি লোকালয়ে বার বার হানা দিচ্ছে। তিনি আরো জানান, শীঘ্রই হাতিদের বসবাসের জায়গা উদ্ধারের কাজ চলছে।